ইউআরএল শর্টনার হল এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে আমরা যেকোনো বড় বা লম্বা ইউআরএল ছোট করতে পারি। অর্থাৎ আপনি যদি URL Shortener ওয়েবসাইট থেকে একটি লিঙ্ক শর্ট করেন, তাহলে সেই লিঙ্কটি অনেক ছোট হয়ে যায়। যখন ব্যবহারকারী সেই সংক্ষিপ্ত লিংকটি ওপেন করে, প্রথমে সেই URL শর্টনার ওয়েবসাইটে প্রবেশ করে। এরপরে বিজ্ঞাপন-সহ কিছু পেজ প্রদর্শিত হয়। এই রকম কিছু পেজ অতিক্রম করার পরে এটি আমাদের মূল ওয়েবসাইটে নিয়ে যায়।
লিংক শর্ট করে কিভাবে আয় করা যায়?
অনলাইনে বর্তমান সময়ে আপনারা সহজে লিংক শর্ট করে টাকা আয় করতে পারবেন। আপনি যদি লিংক শর্ট করে টাকা আয় করতে চান তাহলে আপনার বাড়তি কোন দক্ষতার প্রয়োজন নেই। সামান্য কিছু জ্ঞান আর শ্রম দিয়ে খুব সহজেই অনলাইনে লিংক শর্ট করে টাকা আয় করতে পারবেন। অনলাইনে লিংক শর্ট করে টাকা আয় করার জন্য, যদিও তেমন কিছু লাগেনা।
তবে শুধু লিংক শর্ট করে শেয়ার করলেই হবে না, সেই লিংক-এ ভিজিটর আসতে হবে। অর্থাৎ আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়েবসাইটে লিংক শেয়ার করার পর ভিজিটররা যখন ঐ লিংক-এ ক্লিক করবে তখন একটি ৫ সেকেন্ড এর এড শো করবে। ৫ সেকেন্ড অপেক্ষা করার পর স্কিপ (SKIP) করলেই ভিজিটর নিউজটা দেখতে পাবে। তাই যত বেশি ভিজিটর বা ভিউ হবে আপনার ইনকামও ততো বেশি হবে।
Best paying link shortening site in the World.
Established in 2017
Established in 2013
কীভাবে আজীবন শর্ট লিংক করে আয় করবেন?
ঘুমিয়ে ঘুমিয়ে আয় বা আজীবন আয় হ্যাঁ কথাটি অবাস্তব হলেও সত্যি। যেহেতু এখানে রেফারাল (Referral Program) ইনকামের সুবিধা রয়েছে, সেহেতু আপনার রেফারাল লিংক দিয়ে কেউ ঐ সাইটের সদস্য হলেই তার ইনকামের ১০% থেকে ২০% আপনাকে বোনাস দেয়া হবে। আপনার রেফারাল লিংক-এর মাধ্যমে যত বেশি সদস্য জয়েন করবে ঠিক ততো আয় বাড়বে। তাছাড়া আপনি লিংক শর্ট তো করবেনই, দু-দিকেই লাভ। আপনার ব্লগ কিংবা সোস্যাল নেটওয়ার্ক সাইটে রেফারাল লিংক শেয়ার করতে পারেন।
লিংক শর্ট করে টাকা ইনকাম যেভাবেঃ
আপনি যদি লিংক শর্ট করে টাকা ইনকাম করতে চান তাহলে একটি প্লাটফর্মে যুক্ত হতে হবে এবং প্লাটফরমটি অবশ্যই বিশ্বস্ত এবং লিংক শর্ট করে টাকা আয় করার সুযোগ দেয়। এই ধরনের কোন ওয়েবসাইট বা প্লাটফর্মে আপনাকে যুক্ত হতে হবে। তাহলেই আপনারা সহজেই লিংক শর্ট করে টাকা আয় করতে পারবেন।
তবে অবশ্যই এটা মনে রাখবেন অনলাইনে অনেক ধরনের ফেইক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনাকে তারা লোভ দেখিয়ে বেশি ইনকামের কথা জানিয়ে কাজ করিয়ে নেবে। কিন্তু পরবর্তীতে তারা আপনাকে পেমেন্ট নাও করতে পারে। হ্যাঁ অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন কখনো ধোঁকাবাজি প্লাটফর্মে বা ওয়েবসাইটে কাজ করবেন না। যেখানে কাজ করবেন সেটা যেন অবশ্যই বিশ্বস্ত হয়।
শর্ট লিঙ্ক করে ইনকাম, online-earning, অনলাইনে ইনকাম, Paid URL Shortener, লিংক শর্ট করে টাকা ইনকাম করার উপায়? লিংক শর্ট করে আয় করার কোন উপায় আছে কি? how to make money, লিংক শর্ট করে কিভাবে আয় করা যায়? লিংক শর্ট করে কিভাবে আয় করা যায়? অনলাইন ইনকাম, how-to-make-money-from-LinkVertise, লিংক শর্ট করে আয়, Adfocus url shortener, how much does adfoc us pay, how-to-make-money-from-Adfoc-us,
0 comments:
Post a Comment